গার্ড সংকটে ব্যাহত হচ্ছে রেলওয়ের পণ্য পরিবহন

Passenger Voice    |    ০৪:০৯ পিএম, ২০২২-১২-০১


গার্ড সংকটে ব্যাহত হচ্ছে রেলওয়ের পণ্য পরিবহন

নিজস্ব প্রতিবেদক।। রেলওয়ের পণ্যবাহী ট্রেনে গার্ড সংকটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। গার্ড সংকট থাকায় বাতিল হচ্ছে পণ্যবাহী ট্রেনের শিডিউল। তবে এ সংকট দ্রুত কেটে যাবে বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  রেলওয়ে সুত্র জানায়, পরিবহন দপ্তরের অধীনে চট্টগ্রাম স্টেশনে ৭০জন গার্ড থাকার কথা। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ৪০ জন। সিজিপিওয়াইতে ৩০জনের বিপরীতে আছেন ১৪ জন। লাকসাম স্টেশনে ২২ জনের মধ্যে রয়েছে মাত্র জন। এমন পরিস্থিতিতে বিপর্যয় ঘটছে পণ্যবাহী ট্রেনের শিডিউলে। মাঝে মধ্যে গার্ড সংকটে বাতিল করতে হচ্ছে পণ্যবাহি ট্রেনের শিডিউল। এতে করে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন গ্রাহক তেমনি এ সেক্টরে কমছে রাজস্ব আয়ও।

গত ১৮ নভেম্বর রাতে চট্টগ্রাম সিজিপিওয়াই থেকে কুমিল্লা লালমাই স্টেশনে পণ্যবাহী ট্রেনের শিডিউল বাতিল করা হয়। কারণ হিসেবে কন্ট্রোল আদেশেগার্ড সংকটবলে উল্লেখ করা হয়।  এদিকে গার্ড সংকটের চরম মুহুর্তেও ট্রেনের নির্ধারিত ডিউটির বদলে গার্ড দিয়ে দাপ্তরিক কাজ করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ট্রেনে নির্ধারিত ডিউটির পর অতিরিক্ত ডিউটি করে মাইলেজ নেওয়ার নিয়ম থাকলেও অনেকে ডিউটি না করেই পাচ্ছেন মাইলেজের টাকা।

সুত্র জানায়, এমন সংকটের মধ্যে মাকসুদুর রহমান মোহন নামের এক গার্ডকে দিয়ে ট্রেনে ডিউটি না করিয়ে দপ্তরে কাজ করানো হচ্ছে। সম্প্রতি রেলওয়ে বিভাগীয় পরিবহন দপ্তরে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। অথচ ট্রেনে ডিউটি না করেও তিনি প্রতি মাসে হাজার কি.মি. মাইলেজ বিল পান বলে জানা গেছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান গার্ড দিয়ে দপ্তরে ডিউটি করানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘মোহন অসুস্থ তাই তাকে দপ্তরের ডিউটি করানো হচ্ছে। তবে গার্ডের অভাবে মালবাহী গাড়ি বাতিলের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পূর্ব) জাকির হোসেন বলেন, গার্ড দিয়ে দপ্তরে কাজ বিধি বহির্ভূত। ট্রেনে ডিউটি না করলে মাইলেজ দেওয়ারও নিয়ম নেই। তবে এ সংকট অতিদ্রুত কেটে যাবে বলে জানান তিনি। কিছু সংখ্যক গার্ড নিয়োগ দেয়া হয়েছে। তাদের ট্রেনিং শেষ হলেই কাজে যোগ দিবেন নতুন নিয়োগ প্রাপ্ত এসব গার্ড।

পিভি/জেএম/ডেস্ক